Home জেলা রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ  ষড়যন্ত্র ভেদ করে  ক্ষমতায় যাবে
জানুuari ৬, ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ  ষড়যন্ত্র ভেদ করে  ক্ষমতায় যাবে

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রচার-প্রচারণার শেষ দিনে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, কর্মীসভা ও পথসভা করেছেন।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি বলেন, ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আর ভঙুর অবস্থায় নেই। জোড়া-তালি দিয়ে চলতে হয় না। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ১৯৯৬ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলে রাখবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ভেদ করে জনমতের ভিত্তিতে আবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাবে।
নির্বাচনি কর্মসূচি শেষ পথসভায় বদিউজ্জামান সোহাগ আরও বলেন, সুন্দরবন সংলগ্ন মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা দুটিকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না। দলের মধ্যে থাকবে না কোনো গ্রুপিং। নির্বাচনের পরে অগ্রাধিকার ভিত্তিতে মোরেলগঞ্জ পৌরসভায় পানি সাপ্লাই, মিনি স্টেডিয়াম নির্মাণ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীর ব্রিজ নির্মাণ কাজ তরান্বিত ও গোটা এলাকা মাদকমুক্ত করা হবে।আওয়ামী লীগ সরকার দেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঋনী, সময় এসেছে ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার ঋন শোধ করার। তাই আমরা সকলে ৭ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা জানাতে চাই । এসময়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের হাজারো নেতা,কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার পথ সভায় সভাপতিত্ব করেন।পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব  জাহাঙ্গীর হোসেন  ও সাবেক উপজেলাভাইস চেয়ারম্যান এনামুল হক রপিন এর যৌথ সঞ্চালনায় । বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্ত আইজিপি ড.আব্দুর রহিম খান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান,বীর মুক্তিযুদ্ধা ডাক্তার মোসলেম উদ্দিন, ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, প্রবীর রঞ্জণ হালদার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, শফিকুর রহমান লাল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও খান হাসিবুর রহমান প্রমুখ।।

**ছবি সংযুক্ত আছে।                                                                                                                                                         (এস এম সাইফুল ইসলাম কবির)                                                                                                                                             বাগেরহাট প্রতিনিধি
০১৭১১৩৭৭৪৫০

তারিখ:০৩.০১.২০২৪।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *