Home রাজনীতি ‘নৌকায় ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না’
জানুuari ৬, ২০২৪

‘নৌকায় ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না’

মাদারীপুরের ডাসারে নৌকায় ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নরেশ তালুকদার (৪২) নামে একজনের মাকে এ হুমকি দিয়েছে প্রতিপক্ষ। এই ঘটনায় ওই পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করেছে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন নরেশ তালুকদারের মা মায়া তালুকদার ও তার স্ত্রী দীপু তালুকদার।

শনিবার সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এলাকা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের নারায়ণ তালুকদারের ছেলে নরেশ তালুকদার ও তার পরিবারের লোকজন বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার নৌকার সমর্থক হিসেবে কাজ করে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরেশ আওয়ামী লীগর মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার নরেশের বাড়িতে গিয়ে তাকে বাড়িতে না পেয়ে তার মা মায়া তালুকদার ও তার স্ত্রী দীপু তালুকদারকে হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তার পরিবার।

নরেশ তালুকদারের মা মায়া তালুকদার ও তার স্ত্রী দীপু তালুকদার অভিযোগ করে বলেন, আমরা জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকার সমর্থক। তাই আমরা নৌকার পক্ষে কাজ করছি। সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে আমাদের নরেশকে খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি প্রদান করেন দুলাল চেয়ারম্যান। আমরা ওর বিচার চাই। আমরা থানায় জিডি করার প্রস্তুতি নিয়েছি।

ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার হুমকির কথা অস্বীকার করে বলেন, নরেশের পরিবারকে কোনো হুমকি দেয়নি। তাদের বুঝিয়ে বলেছি। তাই তার আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বিষয়টি ষড়যন্ত্র।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে ফোন দিলেও তিনি ধরেননি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *