ঝালকাঠি কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করলেন আমু
মশিউর রহমান রাসেল
বার্তা প্রধান বরিশালঃ-
উপমহাদেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট দার্শনিক, মতানৈক্যসহ ইসলামী ঐক্য নীতির প্রবর্তক মাওলানা আযিযুর রহমান (রহ) নেছারাবাদী কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ার করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। তিঁনি শুক্রবার নেছারাবাদ দরবারের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হুজুরের মাজার জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি খান আরিফুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন নেছারাবাদ কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মাহবুবুর রহমান। এসময় ঝালকাঠি জেলাবাসিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।