জবির পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হলেন সৈয়দ আহম্মদ
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দ আহম্মদ। জবিতে নতুন দায়িত্ব পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদে যোগাদান করবেন না তিনি। আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসে সৈয়দ আহম্মদ পরিকল্পনা দপ্তরে যোগদান করবেন।
শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব বিষয় জানা যায়। এর পূর্বে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক-এর শূন্য পদে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) হিসেবে কর্মরত সৈয়দ আহম্মদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
সৈয়দ আহম্মদ ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব দপ্তরে উপ-পরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে তিনি দপ্তরটির অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পান। ২০১৮ সালের ৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের হিসাব সংক্রান্ত প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হন তিনি।
ফলে অর্থ দপ্তর থেকে বদলি হয়ে এই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরে চলে যান। ২০২০ সাল পর্যন্ত তিনি এই দপ্তরে কর্মরত ছিলেন। পরে আবারও অর্থ ও হিসাব দপ্তরে ফিরে যান।
গত ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পান সৈয়দ আহম্মদ। সেখানে যোগদানের জন্য ১৫দিন সময় প্রদান করা হয় তাকে। তবে এর মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে সৈয়দ আহম্মদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার উপর আস্থা রেখেই আমাকে পরিকল্পনা দপ্তরের দায়িত্ব দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। তাই জবিতে থেকেই জবির উন্নয়নে শরীক হওয়াটা শ্রেয় বলে মনে করছি।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে যোগদান করবো না। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমি সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।