Home বিনোদন উড়তে চান ম্রুণাল
জানুuari ৬, ২০২৪

উড়তে চান ম্রুণাল

গত বছরটা ভালো-মন্দে কাটিয়েছেন ম্রুণাল ঠাকুর। এ বছর তাঁর বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে। তবে নতুন বছর নতুন উদ্যমে শুরু করতে চান এই নায়িকা। আর এ বছরই অনেক কিছু শিখতে চান বলেও জানিয়েছেন ম্রুণাল।

পাঁচ বছর পূর্ণ করে যে সিদ্ধান্তের কথা জানালেন ‘সীতা রমম’–এর অভিনেত্রী

সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ম্রুণাল। সাদামাটাভাবেই তাঁর বেড়ে ওঠা। তাই জীবনের অনেক ইচ্ছাকেই একসময় মনের মধ্যে দমিয়ে রেখেছিলেন তিনি। তবে আজ বিটাউনে ম্রুণালের নাম, যশ, অর্থ সবকিছু হয়েছে। তাই এখন তিনি ইচ্ছার ডানায় ভর করে উড়তে চান। জীবনের অনেক না পাওয়াকে এবার পেতে চান এই বলিউড তারকা।

আর এই নতুন বছরেই তিনি তা করতে চান। এ প্রসঙ্গে ‘সীতা রামম’ অভিনেত্রীর ভাষ্য, ‘ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছি। আর ছোটবেলায় ইচ্ছা ছিল নিউইয়র্ক ফিল্মমেকিং একাডেমিতে ভর্তি হয়ে চলচ্চিত্র নির্মাণের কোর্স করার।

ম্রুণাল ঠাকুর
ম্রুণাল ঠাকুরইনস্টাগ্রাম

আমি যখন ছোট ছিলাম, তখন এই কোর্স খুব ব্যয়বহুল ছিল। আর তখন কোর্সটি করার জন্য আমার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। কিন্তু এখন আমি অর্থ উপার্জন করছি। আর এই কোর্স করার মতো অর্থ আমার কাছে আছে এখন। আমার যেসব ছবির শুটিং চলছে, তার থেকে দু-তিন মাসের ছুটি নিয়ে আমি নিউইয়র্কে যেতে চাই। আর সেখানে গিয়ে কোর্সটি করে ফেলব।’

নিজের আরেক অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করেছেন ম্রুণাল। তিনি বলেন, ‘আমার আরেকটি গোপন ইচ্ছা আছে। আগে কখনো বলিনি। আমি বিমান চালানো শিখতে চাই। কমার্শিয়াল বিমানচালকের লাইসেন্সের জন্য নয়, আমি ব্যক্তিগত বিমানচালকের লাইসেন্সের জন্য আবেদন করব।

ম্রুণাল ঠাকুর
ম্রুণাল ঠাকুরইনস্টাগ্রাম থেকে

আমার মনে হয়, নতুন বছরে আকাশে ওড়ার অনুভূতি দারুণ হবে। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে গুল পনাগ বিমান চালাতে জানেন। তাঁর মতো আমিও হাওয়ায় ডানা মেলে উড়তে চাই।’

ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে ওটিটির পর্দায়। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘পিপ্পা’ ছবিতে ‘রাধা’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন ছুঁয়ে গেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ঈশান খট্টর, সোনি রাজদানসহ আরও অনেকে। সামনে তাঁকে দুটো তেলেগু আর হিন্দি ছবি ‘পূজা মেরি জান’-এ দেখা যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *