Home জেলা রাজনীতি তাড়াশে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 
জানুuari ৪, ২০২৪

তাড়াশে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার তাড়াশে ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন,কেক কর্তন ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।আনন্দ মিছিল শেষে এক আলোচনা  সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪, সিরাজগঞ্জ- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মোঃ আব্দুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান মাহমুদ রুবেল সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *