Home সারাদেশ মানবিক কিচেন এর বার্ষিক কর্মী সভা অনুষ্ঠিত 
জানুuari ৪, ২০২৪

মানবিক কিচেন এর বার্ষিক কর্মী সভা অনুষ্ঠিত 

মোঃ রাসেল হোসেন, বরিশাল প্রতিনিধি:
বরিশাল এর বিমানবন্দর থানা পূর্ব পাংসা মল্লিক বাড়িতে অনুষ্ঠিত হবে গেল মানবিক কিচেন নামে পরিচিত যেখানে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে কাজ করে তাদের বার্ষিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক কিচেন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা, জনাব আঃ বারেক এবং অনন্যা সদস্যবৃন্দ।
মানবিক কিচেন ২০২২ সালে স্থাপ্তিত হয়ে এই পর্যন্ত হাজার হাজার অসহায় ছিন্নমুল মানুষের পাশে খাবার ও বিভিন্ন সাহায্য নিয়ে দারিয়েছে।
মানবিক কিচেন এর পরিচালক আলমগীর হোসেন বলেন, আমাদের এই সংগঠন ঢাকায় ১২টি ইউনিট সপ্তাহে তিন দিন খাবার বিতরণ করা হয় এবং এই মানবিক কাজ সবসময় চালু থাকবে ইনশাআল্লাহ।
মানবিক কিচিনের চেয়ারম্যান মারুফ আহাম্মেদ মল্লিক বলেন, আমাদের এই মানবিক কিচেন এর অসহায় পথশিশু দের জন্য বিভিন্ন সহয়তা রয়েছে তার মধ্যে অন্যতম খাবার বিতরণ এবং আমাদের বিদ্যালয় নামে দুইটি শিক্ষা প্রথিষ্ঠানে তাদের বিনা মূল্যে পাঠ দান দেয়া হয় তিনি আরো বলেন আমরা বিভিন্ন বিষয়ের উপর বিবেচনা করে আরো মানবিক কাজ কিভাবে আগানো যায় সেটা নিয়েও আলোচনা চলতেছে উক্ত বার্ষিক কর্মী সভার অনুষ্ঠানে মানবিক কিচেন এর আরো অনেক টিম লিডারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বরিশাল জেলা শাখার প্রতিনিধি জনাব আফনান মুসা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *