Home খেলা বৃষ্টিস্নাত দিনে অস্ট্রেলিয়ার মেঘমল্লার রাগ
জানুuari ৪, ২০২৪

বৃষ্টিস্নাত দিনে অস্ট্রেলিয়ার মেঘমল্লার রাগ

কেপটাউনে যখন উইকেট-বৃষ্টি, সিডনিতে তখন আকাশের মুখ ভার। অগত্যা তৃতীয় টেস্টের দ্বিতীয়দিন আগেভাগে বেল তুলে নেওয়া হলো।

বৃহস্পতিবার খেলা হয়েছে মাত্র ৪৬ ওভার। নিজের বিদায়ি টেস্টে ২০ রানে ‘জীবন’ পাওয়া ওয়ার্নার ৩৪-এ আউট। উসমান খাজা ৪৭। অস্ট্রেলিয়া পিছিয়ে ১৯৭ রানে।

বৃষ্টি ও ম্রিয়মাণ আলোর দরুন দিনের খেলা কাঁটছাট করতে হয়। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মোকাবেলায় অস্ট্রেলিয়া ব্যাট করেছে রয়ে-সয়ে।

রাগ মেঘমাল্লার বৃষ্টিকে আমন্ত্রণ জানায় খাজা-ওয়ার্নারও ব্যাট করেছেন সেই আবহে। দিনশেষে অস্ট্রেলিয়া ১১৬/২। পাকিস্তানের প্রথম ইনিংসে ৩১৩ রানের জবাবে। ২০ রানে ওয়ার্নারের ক্যাচ ফেলে দেন সায়েম আইয়ুব। বোলার আগা সালমান। এই অফ-স্পিনারই ওয়ার্নারকে ফেরান বাবরের ক্যাচ বানিয়ে।

জামালের বলে উইকেটের পেছনে রিজওয়ানকে ক্যাচ দেন খাজা। লাবুশেন ২৩ ও স্টিভ স্মিথ ছয় রান নিয়ে শুরু করবেন আজ তৃতীয়দিন।

বিকালে সিডনি ভিজেছে বৃষ্টিতে। টেস্টের বাকি তিনদিন অবশ্য রোদেলা আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস ৩১৩ (শান মাসুদ ৩৫, বাবর আজম ২৬, মোহাম্মদ রিজওয়ান ৮৮, আগা সালমান ৫৩, আমের জামাল ৮২। প্যাট কামিন্স ৫/৬১)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১১৬/২ (ওয়ার্নার ৩৪, উসমান খাজা ৪৭, লাবুশেন ২৩*। সালমান ১/১৮)।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *