Home নির্বাচন সিরাজগঞ্জ-৪ আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় নৌকার প্রার্থী শফিকুলের বিজয়ের সম্ভাবনা
সিরাজগঞ্জ-৪ আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় নৌকার প্রার্থী শফিকুলের বিজয়ের সম্ভাবনা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৪ আসনে নৌকার বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি মোঃ শফিকুল ইসলাম শফির বিজয় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে ।
সিরাজগঞ্জ-৪ আসনটি ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত । মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৪৩ জন । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ১৪৮ জন, মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং হিজরা ভোটার ০৮ জন । এ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী রয়েছে৷ জাতীয় পার্টির মোঃ হিলটন প্রামানিক ও জাসদ(ইনু)র মোঃ মোস্তফা কামাল বকুল । এ উপজেলায় ওই দুটি দলের সাংগঠনিক কাঠাম তেমন মজবুত নয় । তবে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতায় আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু মাঠে জাসদ(ইনু)র তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না । নৌকার বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা নির্বাচনী মাঠ আনন্দ-উল্লাসের মাধ্যমে নির্বান উৎসব মুখর করে তুলে রেখেছেন এবং ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
তৃণমূল থেকে উঠে আসা এ নেতা শফি ভাই হিসেবে সবাইর কাছে প্রিয় । দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি নির্বাচিত হয়েছিলেন । সে এমপি থাকা কালিন সময়ে উল্লাপাড়া ও সলঙ্গার ব্যাপক উন্নয়ন করায় ভোটারদের সাথে সুসম্পর্ক গড়ে উঠায় সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা এবং ভরসার স্থলে পরিনত হতে পেরেছেন । তাই তাকে সভাই আদর করে শফি ভাই বলে ডাকে । কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে তিনি দলীয় নেতা-কর্মীদের সংগে নিয়ে দিন-রাত বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পাড়া- মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।