রায়পুরায় নৌকার প্রচার প্রচারণা তুঙ্গে উঠান বৈঠক
সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী প্রতিনিধি
নরসিংদী-৫(রায়পুরা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা সাধারণ ভোটারদের বাড়ি বাড়িতে চলছে প্রচার প্রচারণা তুঙ্গে। নৌকার মনোনিত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিকে সপ্তমবারের মতো বিজয়ের লক্ষ্যে মরজাল ২ নং ওয়ার্ডের আয়োজনে উঠান বৈঠক হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা মরজাল আয়েত আলী প্রধানের খেলার মাঠে উঠান বৈঠক হয়।
আলোচনা সভায় মরজাল সমতা বাজারের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনিত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড্য, মজিবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসাইন, ইউনিয়ন যুবলীগ নেতা মামুন মেম্বার, ওবায়দুল্লাহ, মো সোহরাব মিয়া, মো নয়ন মিয়া, মো মোমেন মিয়া, তোফায়েল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সায়েম মোল্লা, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, মোশারউফ, শরীফ মিয়া, আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান প্রমূখ। এ ছাড়াও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।