খুলনা ০৬ আসনে নৌকার মনোনীত প্রার্থী রশিদুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
মোঃ বায়জিদ হোসেন।
কয়রা খুলনা প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ০৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়লের নৌকা মার্কার বিজয় করার লক্ষে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জনসভায় যোগ দিতে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়। এ সময় তারা শেখ হাসিনার নৌকার সমর্থনে জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার নৌকা মার্কার সমর্থন জানিয়ে এবং বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। জনসভা শুরুর আগ মুহূর্তে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।
বুধবার (৩ জানুয়ারি ) সকাল ১০টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম মহসিন রেজার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিথ রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ০৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল. জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শহিদুল্লাহ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। তিনি বলেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালবাসে শেখ হাসিনাকে ভালোবাসে তারা কখনো নৌকার বিরুদ্ধে যেতে পারে না। নৌকার স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা এসেছে। এই নৌকাতে ভোট দিলেই হবে স্মার্ট বাংলাদেশ।
তিনি আরো বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। তাই আমরা সবাই এক হয়ে নৌকা বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।
উক্ত জনসভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার ইকবাল মন্টু. মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব অ্যাডভোকেট কেরামত আলী. জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম সহ কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল এর নৌকা প্রতীকে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।