Home সারাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জে নতুন বছরে হাতে নতুন বই, উচ্ছ্বসিত শিক্ষার্থী 
জানুuari ২, ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে নতুন বছরে হাতে নতুন বই, উচ্ছ্বসিত শিক্ষার্থী 

 এস. এম সাইফুল ইসলাম কবির:

বাগেরহাটের মোরেলগঞ্জেও নতুন বছরের প্রথম দিনে একযোগে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছর ২০২৪ সালের প্রথম দিনে নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা মোরেলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের এক লাখ ১০ হাজার ১৮১ জন শিক্ষার্থী পেলে নতুন বই।মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা,মোরেলগঞ্জ মডেল একাডেমি, ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, অম্বিকা চরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, এ বারে এ উপজেলায়য ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ টি একাডেমি, ৬৫টি,মাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি  মাদ্রাসা মোট ৪৬৬ টি বিদ্যালয়ে এক লাখ ১০ হাজার ১৮১ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৭৭ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যস্ততার মধ্যেও  মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: সাইফুল ইসলাম, ,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ড.মো: রুহুল আমীন খান।
আনন্দঘন ও উৎসবমূখর এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জনাব রুহুল কুদ্দুস,  গভর্নিং বডির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ লিয়াকত আলী খান সহ অভিভাবকবৃন্দ,শিক্ষকমণ্ডলী,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *