Home রাজনীতি ৬ লাখ লিফলেট বিতরণ করেছে জামায়াত ঢাকা মহানগরী উত্তর
জানুuari ২, ২০২৪

৬ লাখ লিফলেট বিতরণ করেছে জামায়াত ঢাকা মহানগরী উত্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেশকে এক স্বৈরতান্ত্রিক এবং মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে নিজেদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চায়। তিনি সরকারের দেশ ও জাতিস্বত্তা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ৭ জানুয়ারির কথিত নির্বাচনে ভোট বর্জনকে গণআন্দোলনে রূপ দেওয়ার আহবান জানান। অন্যথায় মাফিয়াতান্ত্রিক ভূত জনগণের ঘাড়ে আবারো চেপে বসবে।

তিনি আজ সকালে রাজধানীর তেজতুরী বাজারে তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোট দানে বিরত থাকার আহবান, ঘোষিত তফসিল বাতিল ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ ও লিফলেট বিতরণের অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে শেরেবাংলা নগর দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব তেজতুরী বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন  ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম আমিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আবু জাওয়াদ, ছাত্রনেতা তাফহীম ও ইসমাইল হোসেন প্রমূখ।

আতাউর রহমান সরকার বলেন, সরকারের লাগামহীন ক্ষমতালিপ্সা দেশ-জাতিস্বত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক হুমকীর মুখে ঠেলে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অপরাপর নির্বাচন কমিশনাররা সরকারি এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। দলবাজীর কারণে বর্তমান কমিশন ইতোমধ্যেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। একতরফা একদলীয় নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে সে কথা আবারো দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ডামী ও তামাশার নির্বাচনী তফসিল বাতিল, সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় গণদাবি জনগণ রাজপথেই আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ।

কারওয়ান বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে মহানগরী মজলিসে শূরা সদস্য নো’মান আহমেদীর নেতৃত্বে কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ফরিদ আহমেদ, মিয়া মুহাম্মদ তৌফিক, আকবর হোসেন প্রমূখ।

নয়াটোলায় লিফলেট বিতরণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাতিরঝিল পূর্ব থানা উদ্যোগে  আজ সকালে রাজধানীর নয়াটোলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম কে এইচ আমিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এম আব্দুল্লাহ, হামিদুর রহমান ও আনোয়ার হোসেন প্রমূখ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগরী উত্তরের ৬৭টি সাংগঠনিক থানার উদ্যোগে পাড়া- মহল্লায়, হাট-বাজারে,কারখানায়  গণসংযোগ এবং বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ৬ লাখ লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রম করতে গিয়ে এ পর্যন্ত ৮জনকে আটক করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *