কয়রায় নৌকার সমর্থনে বিভিন্ন স্থানে উঠান বৈঠক।
মোঃ বায়জিদ হোসেন
কয়রা প্রতিনিধি |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা ৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল এর সমর্থনে কয়রা উপজেলার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সকাল ১০ টায় বাইলারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়. মহারাজপুর বড় ব্রিজ কওমি মাদ্রাসা.জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালনা মেঘার আইট মিস্ত্রি বাড়ি সহ বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল এর সমর্থনে খুলনা জেলা পরিষদের সদস্য ও মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মামুন (লাভলু) এর নেতৃত্বে কয়রা উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে লিলিমা চক্রবর্তী এর সভাপতিত্বে এবং সুমাইয়া লতা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সম্মানিত সদস্য ও মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (লাভলু) আরও বক্তব্য রাখেন শিউলি বিশ্বাস সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা মহিলা আওয়ামী যুবলীগ, সুলতানা মিলি সাংগঠনিক সম্পাদক আওয়ামী মহিলা লীগ খুলনা জেলা, আয়েশা খাতুন সাধারণ সম্পাদক মহারাজপুর ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল্লাহ আল মামুন লাভলু আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এবং পুনরায় নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারীর উপস্থিতি ছিল লক্ষণীয়।