Home রাজনীতি নির্বাচন প্রতিহত নয়, ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি: ফারুক
Disember ৩১, ২০২৩

নির্বাচন প্রতিহত নয়, ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি: ফারুক

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তার দল আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচন ‘বর্জনের’ ডাক দিয়েছে, ভোট ‘প্রতিহত’ করার কথা বলেনি।

নির্বাচনের আর এক সপ্তাহ বাকি থাকলেও বিএনপির পরবর্তী করণীয় ঠিক করতে ‘এখনো হাতে সময় আছে’ বলেও মনে করছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন, “আমরা জনগণকে এই ভোট বর্জনের কথা বলছি। বলছি ভোটের দিন ঘরে থাকুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা ‘প্রতিহত’ শব্দটা এখন বলছি না, আমরা জনগণকে সম্পৃক্ত করছি। আমরা কি করবে, এখনো সময় আমাদের আছে।”

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *