Home বিনোদন জানা গেল আমির কন্যা ইরার বিয়ের মেনু ও ভেন্যু
Disember ৩১, ২০২৩

জানা গেল আমির কন্যা ইরার বিয়ের মেনু ও ভেন্যু

বলিউড স্টার আমির খানের বাড়িতে বাজবে বিয়ের সানাই। বছরের শুরুতে বিয়ে হবে আমির কন্যা ইরা খানের। এরই মধ্যে জানা গেছে বিয়ের মেনু ও ভেন্যুর বিষয়ে।

বুধবার (৩ জানুয়ারি) হবে ইরার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বিয়ে। মারাঠি রীতি মেনে তারা বিয়ে করবেন বলে জানা গেছে। এ দিনে ইরা সাজবে মারাঠি কনের সাজে। বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ে। খবর বলিউডশাদিস ডটকম।

মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বিয়ে হবে ইরা ও নূপুরের। এরপর দুটি জমকালো রিসেপশনের আয়োজন করা হবে। সেগুলো হবে ৬ ও ১০ জানুয়ারিতে। একটি মুম্বাইতে, অপরটি জয়পুরে। মুম্বাইয়ের রিসেপশনে নামতে পারে বলিউড তারকার ঢল।

ইরার ইচ্ছা অনুযায়ী বিয়ের দিন মারাঠি কুজিনের আয়োজন রাখা হবে। পাশাপাশি অন্যান্য কুজিনও থাকবে।
জানা গেল আমির কন্যা ইরার বিয়ের মেনু ও ভেন্যু
বিগ বস-এ অজ্ঞান হয়ে পড়েছিলেন আয়েশা!

অন্যদিকে নিজে পছন্দ করে মেয়ের বিয়ের অলংকার কিনেছেন আমির খান। কিছুদিন আগেই তাকে মুম্বাইয়ের মাতুঙ্গায় এক গয়নার দোকানে দেখা গেছে। ইন্ডাস্ট্রির বড় তারকাদের বাসায় নিজে গিয়ে মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছেন এই অভিনেতা।

ইরার হবু বর পেশায় একজন ফিটনেস কোচ। রাজ্য স্তরে টেনিসও খেলেছেন তিনি। ইরা ও নূপুরের বাগ্দান ইতোমধ্যেই হয়ে গেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *