পীরগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
পীরগঞ্জে ৭ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গাজুরুদ্দিন ও আয়াশা খাতুন নামে দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তার বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটক গাজুরুদ্দিন জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে ও আয়াশা খাতুন একই গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী।
ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, বীরগঞ্জ থেকে পীরগঞ্জ হয়ে এফজেট মোটরসাইকেল যোগে রানীশংকৈল যাওয়ার পথে পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তার বটতলায় গাজুরুদ্দিন ও আয়াশা খাতুনের গাড়ির গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনম জানান, আটককৃতদের বিরুদ্ধে শনিবার রাতে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং রোববার তাদের ঠাকুরগাঁও আদালতে সোর্পদ করা হয়েছে।