Home বিনোদন যে কারণে সরকারের প্রতি কৃতজ্ঞ অপু বিশ্বাস
Disember ২৭, ২০২৩

যে কারণে সরকারের প্রতি কৃতজ্ঞ অপু বিশ্বাস

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বুধবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে এই নায়িকা লেখেন, বাংলাদেশ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।  কারণ আমার ওপর আস্থা রেখে আমাকে সরকারি অনুদানে একটি সিনেমা (লাল শাড়ি) নির্মাণের সুযোগ করে দিয়েছে। বন্ধনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শকের প্রতি আন্তরিক ভালোবাসা। তারা আমার সিনেমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাতে সত্যিই মুগ্ধ আমি।

অপু বিশ্বাস বলেন, আগামীতেও আশা রাখছি, এভাবে ছবি প্রযোজনা করব। তবে আরও ভালো গল্প নিয়ে সিনেমা নির্মাণ করব, যাতে দর্শক সেই সিনেমা দেখে আরও বেশি মুগ্ধ হয়।

উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’র মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখান অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় ছবিটি। নায়িকার প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মিত হয়।

একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো এই সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *