Home বিনোদন বাবা আরবাজের বিয়েতে উপস্থিত ছেলে আরহান
Disember ২৬, ২০২৩

বাবা আরবাজের বিয়েতে উপস্থিত ছেলে আরহান

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। অভিনেত্রী মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার ৬ বছর পর নতুন দাম্পত্যে আবদ্ধ হলেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনরা।

সপ্তাহখানেক আগে আরবাজ-শুরার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে করলেন দুজনে। আরবাজ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষের উপস্থিতিতে আজ থেকে আমি ও আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’

বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানি পরেছেন আরবাজকে। শুরার পরনে দেখা গেছে প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার ছেলে আরহান খান। কালো যোধপুরী স্যুট পরে হাজির ছিলেন তিনি। হাসিমুখে ছবি তুলেছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে। খবর টাইমস অব ইন্ডিয়া।
বাবা আরবাজের বিয়েতে উপস্থিত ছেলে আরহান
পরমব্রতের বিয়ের বিষয়ে কী বললেন স্বস্তিকা

আরবাজের বোন অর্পিতা খানের বাড়িতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তার মেয়ে রাশা। তাদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তার দুই ছেলে, সেলিম খান ও সালমা খান উপস্থিত ছিলেন বিয়েতে। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ অনেকে। একটা সময় বলিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজন। ডিভোর্সের পর বিদেশি জর্জিয়ার প্রেমে পড়েছিলেন আরবাজ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *