Home বানিজ্য পুতিনের ফরমান জারি, ফরাসি ব্যাংকের সম্পদ কিনছে রাশিয়ার ব্যাংক
Disember ২৫, ২০২৩

পুতিনের ফরমান জারি, ফরাসি ব্যাংকের সম্পদ কিনছে রাশিয়ার ব্যাংক

রাশিয়ার বিভিন্ন বড় কোম্পানির মালিকানায় ফ্রান্সের বহুজাতিক ব্যাংক সোসাইটি জেনারেলের অংশীদারত্ব রয়েছে। রাশিয়ার এসব কোম্পানিতে সোসাইটি জেনারেলের মালিকানার অংশীদারত্ব কিনে নিতে নতুন এক ফরমান জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল রোববার ভ্লাদিমির পুতিনের সই করা ওই ফরমানে বলা হয়েছে, রাশিয়ার বড় কোম্পানিগুলোয় সোসাইটি জেনারেলের অংশীদারত্ব কিনে নিতে পারবে রাশিয়ার আরেক ব্যাংক ‘রসব্যাংক’। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

পুতিনের ওই ফরমানে রাশিয়ার বিভিন্ন শিল্প খাতের বেশ কয়েকটি বড় কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ার বা অংশীদারত্ব কেনার অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন রসব্যাংক এসব শেয়ার কিনতে পারবে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি কোম্পানি রসনেফট ও গাজপ্রম, ইস্পাত কোম্পানি নরিলস্ক নিকেল, সেভারস্টল ইত্যাদি।

রসব্যাংকও একসময় ফ্রান্সের সোসাইটি জেনারেলের মালিকানায় ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর সোসাইটি জেনারেল রসব্যাংকে থাকা তাদের অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। পরে ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন ইন্টেরোস ক্যাপিটাল ৩৩৮ কোটি ডলারে রসব্যাংক কিনে নেয়।

এবার রসব্যাংকের মাধ্যমে রাশিয়ার অন্য কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ারগুলো কিনতে ফরমান জারি করলেন পুতিন। রসব্যাংকের বর্তমান মালিক ভ্লাদিমির পোটানিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

এ বিষয়ে সোসাইটি জেনারেল ব্যাংক রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ইউরোপীয় ব্যাংকিং অথরিটির (ইবিএ) তথ্য অনুসারে, ২০২১ সালের জুন পর্যন্ত রাশিয়ায় ব্যাংকটির প্রায় ২ হাজার ২৪০ কোটি ইউরোর সম্পদ ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃত্বাধীন অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দেয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হয়। আবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয় অনেক বিদেশি কোম্পানি। এর পাল্টা হিসেবে তথাকথিত ‘অবন্ধু’দেশগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় রাশিয়া। এ বিষয়ে পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছেন তিনি।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, রাশিয়ার কোম্পানিগুলোতে সোসাইটি জেনারেলের মালিকানার ধরন ছোট ছোট, যেমন জ্বালানি কোম্পানি গাজপ্রমে মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী কোম্পানি আলরোসাতে শূন্য দশমিক শূন্য ২ শতাংশ মালিকানা রয়েছে ফরাসি এই ব্যাংকের। তবে সম্মিলিতভাবে এ সম্পদের মূল্য ‘বিলিয়ন রুবল’ ছাড়িয়ে যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *