Home নির্বাচন নৌকা ও আ. লীগের স্বতন্ত্র প্রার্থী জিতলে জাতিসংঘে নালিশ করবেন মেজর আখতার
Disember ২৫, ২০২৩

নৌকা ও আ. লীগের স্বতন্ত্র প্রার্থী জিতলে জাতিসংঘে নালিশ করবেন মেজর আখতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দুজনের কেউ নির্বাচনে জিতলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। তিনি বলেন, তারা কেউ জিতলে আমি ঢাকা গিয়ে সোজা বলবো, জাতিসংঘের সামনে বলবো, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি। এর প্রমাণ দেখুন আমি।

রোববার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এক পথসভায় মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও আমাদেরকে কথা দিয়েছেন, তারা আমাদের জন্য নির্বাচনে চেষ্টা করবেন। কারণ তারা পড়ছেন গ্যাঁড়াকলে। গ্যাঁড়াকলটা হলো কি- যদি নৌকা জিতে, তাইলেও নির্বাচন অবাধ হবে না, সুষ্ঠু হবে না। কারণ নৌকার ভোট কই? নৌকা যদি জোর করে ভোট দিতে যায়, জনগণ তো ঘর থেকে বের হবে না। আমি যতগুলো মানুষ এখানে এনেছি, তারা কি এতগুলো মানুষ এখানে আনতে পারে?

তিনি বলেন, হোসেন্দী ইউনিয়নে যদি জনগণ ভোট দিতে পারে তারা নৌকায় ভোট দিবে না আর যাই করুক। কাজেই উনারা বলছে, আমরা আপনার সঙ্গে আছি।

স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে মেজর অব. আখতার যোগ করেন, আর যদি ঈগল ভাইও জিতে, তিনিও তো আপনাদের আওয়ামী লীগের সভাপতি। তাইলে তো আওয়ামী লীগই জিতলো। তাহলে নির্বাচনটা কেমনে সুষ্ঠু হলো? অতএব বুঝতেই পারতেছেন কি হবে এখানে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *