Home জেলা রাজনীতি ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল: নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস কিচ্ছু থাকবে না
Disember ২৫, ২০২৩

ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল: নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস কিচ্ছু থাকবে না

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি স্থানীয়দের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুত আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না।’

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

যদিও ছাত্রলীগ নেতা মাসুমের দাবি, তিনি আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের বিগত উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। তিনি পানি, বিদ্যুৎ বা গ্যাসের লাইন কেটে দেওয়ার কথা বলেননি। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঋষিপাড়ার একটি মন্দিরের সামনে উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওই সময় প্রায় ৬ মিনিটর বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। শ্রোতাদের মধ্যে অধিকাংশই সনাতন ধর্মালম্বী নারী ও শিশু ছিলেন।

সময় ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘এখানকার (ঋষিপাড়া) মা খালারা জানেন, আজকে থেকে ১০ বছর আগেও কিন্তু এতো সুন্দর মন্দির ছিল না। উপজেলার সবচেয়ে পুরোনো মন্দির কালিবাড়ি মন্দির। সেই মন্দির থেকেও ঋষিপাড়ার মন্দিরটি সুন্দর। গোলাম দন্তগীর সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের বয়স্ক ভাতা দিচ্ছেন, পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে। সবদিকের গ্যাস কিন্তু কাইটা দিসে, একমাত্র মুড়াপাড়ার গ্যাসে কেউ হাত দিতে পারে নাই। এটা কিন্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অবদান।’

গোলাম দস্তগীর গাজীর পক্ষে ভোট প্রার্থনা করে মাসুম বলেন, ‘অনেকেই আওয়ামী লীগ করি বলতে পারে কিন্তু নেত্রী শেখ হাসিনার মার্কা হলো নৌকা। তিনি রূপগঞ্জে গাজী সাহেবকেই নৌকার দায়িত্ব দিছেন। আপনাদের আইসা কেউ যদি ভুলভাল বলে, আপনারা কিন্তু কোনো ভুল করবেন না। আপনাদের যে মূল্যবান ভোট, আপনাদের যে আমানত এটা কিন্তু গাজী সাহেবকেই দিতে হবে। নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুত আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না। এইগুলা কিচ্ছু থাকব না।’

বিষয়ে ছাত্রলীগ নেতা শেখ ফরিদ ভূঁইয়া মাসুম বলেন, অতীতে অনেকেই রূপগঞ্জের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ এই ঋষিপাড়ার মানুষকে মূল্যায়ন করেনি। গোলাম দস্তগীর গাজী তাদের গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করেছেন। তাদের মন্দির করে দিয়েছেন। তিনি নির্বাচিত না হলে আবারও ঋষিপাড়ার মানুষ অবহেলিত হবেন। তাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা সৃষ্টি হবে। বক্তব্যে আমি সে কথাই বলেছি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এদিকে রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমূর আলম খন্দকার বলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন নৌকায় ভোট না দিলে বিদ্যুত গ্যাস পানি সংযোগ থাকবে না। এই ভিডিও সম্পর্কে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে তারা ভিডিও চেয়েছেন এবং তারা আইনগত ব্যবস্থা নিবেন বলেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *