Home বানিজ্য ফের রেকর্ড দামে সোনা
Disember ২৪, ২০২৩

ফের রেকর্ড দামে সোনা

লাগামহীন সোনার দাম। পাঁচ দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। এরফলে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, শনিবার দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। সেখান থেকে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯০ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বেড়েছে রুপার দামও। নতুন দাম অনুসারে ২২ ক্যারেটের রুপার ভরির দাম পড়বে ২ হাজার ৯৯ টাকা। আর ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা পড়বে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *