ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে সালমান-অভিষেক
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছে ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে বিচ্ছেদ হয়েছে। দুজন আলাদা হওয়ার খবর নিয়ে বেশ আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। এরই মধ্যে সালমান খান ও অভিষেকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায়, সম্প্রতি এক ইভেন্টে সিনিয়র বচ্চন ও জুনিয়ার বচ্চন দুজনকেই উপস্থিত থাকতে দেখা যায়। সেখানে সালমান খান আসতেই চোখ পড়ে অভিষেকের চোখে। মুহূর্তে অভিষেক গিয়ে সালমান খানকে জড়িয়ে ধরলেন।
এদিকে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের সম্পর্কের টানাপোড়েন নিয়ে বচ্চন পরিবারের কোনো মাথা ব্যথাই নেই। কারণ বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পার্টিতে তাদের একসঙ্গেই দেখা যাচ্ছে মাঝেমধ্যে। যেখানে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনকে একসঙ্গে গাড়িতে উঠতেও দেখা যাচ্ছে, কাছাকাছি এসে কথা বলতেও দেখা যাচ্ছে।
তবে তাতে লাভের লাভ কিছুই নেই। কারণ ঘনিষ্ঠ সূত্রে খবর ছড়িয়ে যে, তারা নাকি তাদের সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কেবল মেয়ের কথা মাথায় রেখেই। বচ্চন পরিবার বরাবরই পারিবারিক বিষয় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে।
সূত্র: আনন্দবাজার