ইসরাইলি হামলায় গাজায় ১০১ সাংবাদিক নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহমেদ জামাল আল মাধউন নামে আল রাই এজেন্সির ডেপুটি ডিরেক্টর নিহত হয়েছেন। চলমান আগ্রাসনে এ পর্যন্ত ১০১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজা সরকারের মিডিয়া অফিস অনুসারে, মাধউনের মৃত্যুতে গাজায় নিহত সাংবাদিকের মোট সংখ্যা ১০১- এ দাঁড়িয়েছে, একইসাথে ৫০টিরও বেশি মিডিয়া অফিস সম্পূর্ণ বা আংশিকভাবে ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডসন আল-জাজিরাকে বলেছেন, গাজায় ‘অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক’ সাংবাদিক নিহত হয়েছে।
তিনি আরো বলেন যে- আমরা অন্য কোনো সংঘাতে এত বেশি সাংবাদিকদের মৃত্যু দেখিনি।
এদিকে গাজা যুদ্ধের ধ্বংসাত্মক সংখ্যা উপেক্ষা করা যায় না। ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরো অন্তত ৫৩ হাজার।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা