Home রাজনীতি ‘শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে’
Disember ২০, ২০২৩

‘শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

বুধবার বিকালে রাজধানীর কড়াইল আদর্শনগরে নির্বাচনি প্রচারণায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য আরাফাত বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে। কোনো চক্রান্তকারী যেন নির্বাচনি পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও সব অপশক্তিকে মোকাবিলা করার জন্য আবারও স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *