Home সারাদেশ বাংলদেশের অর্থনীতি উন্নত হয়েছে : অর্থমন্ত্রী
Disember ২০, ২০২৩

বাংলদেশের অর্থনীতি উন্নত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আজ বাংলাদেশের অর্থনীতি উন্নত হয়েছে। এই মাত্র পনেরো, আঠারো বছর আগে আমরা অনেক পেছনে ছিলাম, এখন সারা বিশ্বের অর্থনীতিতে ৩৫ নাম্বারে চলে এসেছি। আগামী ২০৪১ সালে সারা বিশ্বের মধ্যে আমাদের অবস্থান বিশতম হবে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-১০ সংসদীয় আসনে আবারও নৌকা প্রতীকে ভোট চাইতে এসে নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ মাঠে পথসভায় এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এই এলাকায় যখন এসেছি তখন রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ছিল না। আজকে আমাদের সব হয়েছে। সব পথে উন্নয়ন হয়েছে। আপনাদের সবার দায়িত্ব আছে। এ দায়িত্ব পালন করতে হবে। ইচ্ছে করলে মানুষ সবকিছু পারে। আমি একজন গরিব মানুষ ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে যে দায়িত্ব দিয়েছেন আপনারা আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে সেই দায়িত্ব পালনের সুযোগ করে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুউদ্দিন কালু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ, করিম মজুমদার. সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ জাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুপ ভূঁইয়া, পৌর মেয়র আবদুল মালেক প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *