Home বিনোদন ডিবি কার্যালয়ে ভাত খেলেন অপু বিশ্বাস-তাপস, মেন্যুতে যা ছিল
Disember ২০, ২০২৩

ডিবি কার্যালয়ে ভাত খেলেন অপু বিশ্বাস-তাপস, মেন্যুতে যা ছিল

চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার ফারজানা মুন্নিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। মাস দেড়েক আগে একটি প্রেমের গুঞ্জন ও কল রেকর্ড ঘিরে তারা চলে আসেন খবরের শিরোনামে। এবার তা গড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পর্যন্ত।

অপু ও তাপস মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হাজির হন।

তারা নিজেদের ভুল বোঝাবুঝির বিষয়ে সমাধানের জন্য ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন। ডিবি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অপু-তাপস।

এর আগে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে ভাত খেয়েছেন তারা।

খাবারের তালিকায় ছিল- ভাত, মাংস, মাছ, ডাল, লাল শাক, সবজি ও ভর্তা।

এর আগে ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস ও তাপসের মধ্যে সমঝোতা হয়। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তার অবসান ঘটে ডিবিপ্রধান হারুন অর রশীদের মধ্যস্থতায়।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে নিজের ভুল স্বীকার করে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ভাইয়া-ভাবির (তাপস ও মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আশা করিনি। তারপরও খুব খুশি লাগছে- আমার ভাই-বোন সুখী আছেন এটি ভেবে।

এ সময় কৌশিক হোসেন তাপস বলেন, আমি ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছেন। যা তিনি নিজেও স্বীকারও করেছেন। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।

সবশেষে অপু বিশ্বাস গণমাধ্যমকর্মী ও নিজের ফ্যান-ফলোয়ারদের অনুরোধ করেন, যেন তার প্রকাশিত ভিডিওটি সবাই মুছে ফেলেন; যা তিনি নিজেও করবেন বলে জানান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *