Home বিনোদন শাহরুখ না প্রভাস, অগ্রিম বুকিংয়ে কার সিনেমা এগিয়ে
Disember ১৯, ২০২৩

শাহরুখ না প্রভাস, অগ্রিম বুকিংয়ে কার সিনেমা এগিয়ে

‘ডানকি’ আর ‘সালার’ ছবির মুখোমুখি টক্কর হবে। শুধু সিনেমা নয়, শাহরুখ খান আর প্রভাস এই দুই সুপারস্টারের ভক্তদেরও ‘সংঘাত’ হবে সামনে। দেখার বিষয়, এই দুই ছবি মুক্তির আগে কার দিকে এখন পাল্লা ভারী।
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডানকি’ মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। এর ঠিক এক দিন পরই রুপালি পর্দায় আসছে প্রভাসের ছবি ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। যেদিন থেকে জানা গেছে এই দুই মেগা ছবির মুখোমুখি সংঘাত হতে চলেছে, সেদিন থেকেই ছবি দুটিকে ঘিরে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এখন দেখার অপেক্ষা, শেষ বাজি কে জিতবেন, শাহরুখ না প্রভাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডানকি’ আর ‘সালার’-কে ঘিরে প্রতিযোগিতা তুঙ্গে। দেখা গেছে, এখন পর্যন্ত অগ্রিম টিকিট বুকিংয়ের দিক থেকে কিং খানের ছবি প্রভাসের ছবির থেকে এগিয়ে। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, ‘ডানকি’ শাহরুখ খানের আরেকটি ব্লক বাস্টার ছবি হতে চলেছে।

জানা গেল ‘ডানকি’র বাজেট, মুক্তির আগেই ১০০ কোটি আয় করল শাহরুখ অভিনীত সিনেমাটি

জানা গেল ‘ডানকি’র বাজেট, মুক্তির আগেই ১০০ কোটি আয় করল শাহরুখ অভিনীত সিনেমাটি

বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘ডানকি’ ছবির ২ লাখ ৫১ হাজার ১৪৬টি টিকিট বিক্রি হয়ে গেছে। সারা ভারতে শাহরুখের এই ছবির ৯ হাজার ৬৫৮টি শো হবে।

‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি
‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

অগ্রিম বুকিংয়ে এখন পর্যন্ত ‘ডানকি’ ৭ দশমিক ৩৭ কোটি ব্যবসা করে ফেলেছে। আর ‘সালার’ ছবির ২ লাখ ৪৬ হাজার ৭৭২টি টিকিট বিক্রি হয়েছে। সম্প্রতি এই ছবির আরেকটি ট্রেলার মুক্তি পেয়েছে। আর তারপর ‘সালার’-কে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে। জানা গেছে, অগ্রিম বুকিং থেকে প্রভাসের এই ছবি ব্যবসা করেছে ৬ দশমিক ১ কোটির মতো।

নতুন চমক নিয়ে মুক্তি পেল ‘সালার’-এর টিজার

রাজকুমার হিরানী পরিচালিত ‘ডানকি’ ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসছেন শাহরুখ আর তাপসী পান্নু। এ ছাড়া এই ছবিতে বোমান ইরানি মূল চরিত্রে আছেন। ‘ডানকি’ ছবিতে ভিকি কৌশলকে ক্যামিও হিসেবে দেখা যাবে। এদিকে প্রভাসের ‘সালার’ ছবিটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। এই ছবিতে প্রভাস ছাড়া আছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু।

প্রভাসের ‘সালার’ ছবিটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল
প্রভাসের ‘সালার’ ছবিটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলফেসবুক পেজ থেকে

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *