Home সারাদেশ জামিনে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল
Disember ১৯, ২০২৩

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রাসেল জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো: তরিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাসেল। তিনি একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়।

গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *