সবুজবাগে হরতালের সমার্থনে জামায়াতের মিছিল ও পিকেটিং
সারাদেশে পুলিশের হামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতন ও একদলীয় নির্বাচনের প্রতিবাদে আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর সবুজবাগের বাসাবোতে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, এম আর জামান, আবু মাহি, এডভোকেট রিয়াজ উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, ছাত্রনেতা হাসান মোরশেদ ফাহিম, হাসিব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।