এশিয়াজয়ী যুবাদের সাথে রাতে পাপনের ডিনার
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুবাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গতকাল বাংলাদেশে ফিরেছে এশিয়াজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে বর্ণাঢ্য এক আয়োজনে তাদের বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বরণের পর আজ এশিয়া জয় করা যুবাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ডিনার করবেন।
বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, বনানীতে অবস্থিত পাঁচ তারকা হোটেল শেরাটনে যুবাদের সঙ্গে নাজমুল হাসান পাপনের নৈশভোজ হবে।
এদিকে রোববার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা।
সোমবার বিকেলে চট্টগ্রাম হয়ে সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলিরা। সেখান থেকে তাদের সংবর্ধনা দেওয়ারে জন্য নেওয়া হয় মিরপুর স্টেডিয়ামে। যেখানে ফুল দিয়ে বরণের পর ট্রফি নিয়ে আবারও ফটোসেশন হয় তাদের।
এশিয়াজয়ী যুবাদের সাথে রাতে পাপনের ডিনার
ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে স্টেডিয়ামে পৌঁছেছেন চ্যাম্পিয়ন যুবারা
অবশ্য এর আগেও যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছিল জুনিয়র টাইগাররা। ২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ যুবাদের। এবার অবশ্য পরিকল্পনা মতোই সবকিছু হয়েছে। শ্রীলঙ্কা ও ভারতের মতো কঠিন দলকে হারিয়ে আগে থেকেই শিরোপার দাবি জানিয়ে রাখে তারা। ফাইনালে সংযুক্ত আরব আমিরাত দাড়াতেই পারেনি বাংলাদেশের সামনে। স্বাগতিকদের ১৯৫ রানে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয় করে।