Home সারাদেশ বিজয় দিবসের ডিসপ্লেতে নৌকার নির্বাচনী গান, জরিমানা ২ হাজার টাকা
Disember ১৭, ২০২৩

বিজয় দিবসের ডিসপ্লেতে নৌকার নির্বাচনী গান, জরিমানা ২ হাজার টাকা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের ডিসপ্লেতে নৌকার নির্বাচনী গান পরিবেশন করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা…’ গানের তালে তালে ডিসপ্লেতে অংশ নেয়।

এতে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে দেখানোর সময় বাদ্যযন্ত্র নিয়ে ওই নির্বাচনী গান বাজায়। বিজয় দিবসের অনুষ্ঠানে নির্বাচনি গান বাজানোয় সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *