Home অপরাধ ফুলপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, নিয়ন্ত্রণের দাবি যাত্রীদের
Disember ১৭, ২০২৩

ফুলপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, নিয়ন্ত্রণের দাবি যাত্রীদের

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এটি কঠোর হস্তে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ফুলপুর বাসস্ট্যান্ডে ভাড়ার নামে চলছে জুলুম। সিএনজি ময়মনসিংহে একটু আগে অর্থাৎ আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জনপ্রতি ৮০ টাকা করে চাচ্ছিল। এখন সাড়ে ৭টায় ১০০ টাকা করে চাচ্ছে। আর ঢাকায় একটু আগে জনপ্রতি ৩০০ টাকা করে চাচ্ছিল। এখন ৪০০ টাকা করে চাচ্ছে। আরেকটু বেলা বাড়লে, লোকজনের উপস্থিতি বাড়লে আরও না জানি কত চায়! এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি একটু দেখলে ভাল হয়। এই জুলুমি ভাড়ার কথা শুনে ঢাকাগামী একজন শ্রমিক বলেন, আমার কান্না আসতেছে। কিভাবে যাবো গন্তব্যে? আমার তো এত টাকা নেই। আমি তো এত টাকা নিয়ে আসিনি। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি। ২০০ টাকা করে বলছি কিন্তু কেউ আমাকে নিচ্ছে না। বিষয়টি দেখে ভাড়া নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিকট দাবি জানিয়েছেন অসহায় যাত্রী সাধারণ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *