Home তথ্য প্রযুক্তি ইনস্টাগ্রামে ‘অ্যাড ইয়োরস’
Disember ১৭, ২০২৩

ইনস্টাগ্রামে ‘অ্যাড ইয়োরস’

ইনস্টাগ্রামে সম্প্রতি ‘অ্যাড ইয়োরস’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে জিআইএফ, ছবি আর টেক্সট এমনকি মিম বানানোর মতো স্টোরিও এখন বানানো যাবে।

নিজের এই টেমপ্লেট বানানোর জন্য প্রথমে স্টোরি আপলোড করার অপশনে যেতে হবে। তারপর জিআইএফ বা কাস্টম টেক্সট অপশনে ক্লিক করতে হবে। চাইলে গ্যালারি থেকে ছবিও যুক্ত করতে পারেন। ‘অ্যাড ইয়োর টেমপ্লেটস’ নামক অপশনের মাধ্যমে আপনি যে উপাদান পিন করতে চান তা নির্বাচন করতে পারবেন।

নতুন এই ফিচারটি ইতোমধ্যে গোটা বিশ্বে রোলাউট হয়ে গেছে। ‘অ্যাড ইয়োর স্টিকার’ অপশনের মতোই এই ফিচারটিও অনেকের কাছে জনপ্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ২০২১ সালে স্টিকার ফিচারের পর এবারও নতুন ফিচার যুক্ত হচ্ছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *