Home রাজনীতি বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর
Disember ১৪, ২০২৩

বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ময়মনসিংহের হালুয়াঘাট থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো (শ‍্যোন অ্যারেস্ট) হয়েছে।

সংশ্লিষ্ট মামলায় আইনজীবীরা তার জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৫ নম্বর জি. আর আদালতের বিচারক ইকবাল আহম্মেদ সোহাগ এই আদেশ দেন।

এদিন সকালে কাশিমপুর কারাগার থেকে প্রিন্সকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে আদালতে জামিন শুনানি শেষে আবার পুলিশি নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস‍্য অ‍্যাডভোকেট নূরুল হক বলেন, বিএনপিপন্থী আইনজীবী অ‍্যাডভোকেট এম এ হান্নান খান, আনোয়ারুল আজিজ টুটুল, মাসুদ তানভীর তান্না, মাখন মল্লিক, শাজাহান কবীর সাজু, তোফায়েল আহমেদ সুজন ও কামরুল হাসান কিরণসহ প্রায় দুই ডজন আইনজীবী আসামির পক্ষে মামলার শুনানিতে অংশ নেন। কিন্তু জামিন মঞ্জুর করা হয়নি।

মামলার ফাইলিং আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘চলতি বছরের ৩০ অক্টোবর হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ ৩০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।’

প্রিন্সের ছেলে সৈয়দ সেহরান ইমরান সংবাদমাধ্যমকে বলেন, ‘৪ নভেম্বর পল্টন থানার একটি হয়রানিমূলক মামলায় ঢাকার বাড্ডা এলাকা থেকে বাবাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে চারটি মামলা চলমান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *