Home সারাদেশ শীতে কাবু রাজশাহী, তাপমাত্রা ১২ ডিগ্রি
Disember ১৩, ২০২৩

শীতে কাবু রাজশাহী, তাপমাত্রা ১২ ডিগ্রি

শীতের জন্য এবার একটু অপেক্ষাই করতে হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পরেও রাজশাহীতে তেমন শীত ছিল না। তবে দুই দিনের বৃষ্টির পর ১০ তারিখ থেকে কমতে শুরু করে তাপমাত্রা। বুধবার ভোরে তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

এখন রাজশাহীতে পুরোপুরি শীতের আবহ। ভোরের প্রকৃতি ঢেকে থাকছে কুয়াশায়। সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া। পথে-ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্যও চোখে পড়ছে। দেখা যাচ্ছে শীতের কারণে ছিন্নমূল মানুষের কষ্টও।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও রাজশাহীর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ৯ ডিসেম্বর ভোরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১০ ডিসেম্বর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

১১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

পরদিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হেলেনা লতিফ বলেন, রাজশাহীতে শীত এবার একটু দেরিতেই শুরু হয়েছে। তবে গত ৯ তারিখ থেকে তাপমাত্রা এখন কমছে। এ মাসেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *