Home বিনোদন পপির কথিত স্বামী, সেই ‘জাহাজ ব্যবসায়ী’ যা বললেন
Disember ১৩, ২০২৩

পপির কথিত স্বামী, সেই ‘জাহাজ ব্যবসায়ী’ যা বললেন

হঠাৎ গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে আসে, আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এই সংসারে আয়াত নামে তাঁর দুই বছর বয়সী সন্তানও রয়েছে। বিষয়টি নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া না গেলেও প্রথম আলো কথা বলে সেই ব্যবসায়ীর সঙ্গে। আদনান কামাল নামের এই ব্যবসায়ী জানালেন, পপি তাঁদের পারিবারিক বন্ধু। কিন্তু তাঁর সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। এটা কোনো মহল তাঁর বিরুদ্ধে ছড়াচ্ছে।

তিন বছরের বেশি সময় ধরে কোনো কাজের খবরে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁকে দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনের কোনো আড্ডায়ও। তবে এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। কিন্তু কিছুদিন পরপরই তিনি নিজের বিয়েসংক্রান্ত খবরের শিরোনাম হন। এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তাঁরা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেননি। কয়েক মাস বিরতির পর আবারও খবরের শিরোনাম হলেন। এবার বলা হচ্ছে, পপির স্বামী আদনান কামাল জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর সন্তানের নাম আয়াত।

এবার স্বামী–সন্তান নিয়ে খবরের শিরোনাম পপি

 এবার স্বামী–সন্তান নিয়ে খবরের শিরোনাম পপি

জাহাজ ব্যবসায়ীর সঙ্গে পপির বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর কথা হয় আদনান কামালের সঙ্গে। তিনি আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করতেছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে।’

সাদিকা পারভীন পপি
সাদিকা পারভীন পপিছবি: ফেসবুক থেকে নেওয়া

কথায় কথায় আদনান কামালের ভাষ্য, ‘আমি পুরোনো ঢাকার ছেলে। মানুষের ইজ্জত–সম্মান অনেক বড় জিনিস। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেন না। যে সাংবাদিক লিখেছেন, তাঁকে আমি বকা দেব না। তাঁর মা-বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে সাংবাদিক বানিয়েছেন। সম্মানজনক একটা পেশায় কাজ করছেন তিনি। কিন্তু তিনি তো এভাবে না বুঝে লিখতে পারেন না। নিশ্চিত না হয়ে কারও ছবি এভাবে দেওয়া উচিত নয়। পুরো ব্যাপারে আমি খুব সারপ্রাইজড। তবে এ রকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না। আমি সবাইকে অনুরোধ করব, জেনে লিখুন। না জেনেও যদি লিখতে চান, তা–ও লিখুন। কিন্তু খারাপ লাগছে এটা দেখে, আপনারা আমার তিন সন্তানকে নিয়ে লেখালেখি করতেছেন, এটা খুবই কষ্টদায়ক।’

পপি লাপাত্তা, বিপাকে তাঁর ফেসবুক অ্যাডমিন

সাদিকা পারভীন পপি
সাদিকা পারভীন পপিছবি : ফেসবুক থেকে নেওয়া

কিন্তু আপনার সঙ্গে চিত্রনায়িকা পপিকে জড়িয়ে কেন কথা হচ্ছে? ‘পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। আমার ওয়াইফের বড় বোনের ফ্রেন্ড। ২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতেও এসেছিলেন। গায়েহলুদের অনুষ্ঠানে এসেছিলেন। আমাদের শো করেছেন। শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কি শাহরুখ খানের লগে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? আমরা ঢাকাইয়া মানুষ। খাওন-দাওনের মানুষ। কেউ আসলে খাওন-দাওন না করে ছাড়ি না। এখন সবাই মিলে যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে, তাহলে কী বলব! জানেন, আমার ওয়াইফকেও জিজ্ঞেস করেছি, পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে। সে জানিয়েছে, ২০০৪ থেকে তাদের পরিচয়। বাসায় যাওয়া-আসা। তখন তো আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে ২০১১ সালে।’

কথার একপর্যায়ে আদনান কামাল পাল্টা প্রশ্ন করে বলেন, ‘পপি ম্যাডাম কি কোথাও বলছেন, আমি তাঁর হাজবেন্ড?’ এরপর আদনান কামালের কাছে প্রশ্ন ছিল তাহলে আপনার সঙ্গে বিয়ের কথা উঠল কেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার জীবনে এই ধরনের কথা কখনোই ওঠেনি। পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আত্মীয়স্বজন, বন্ধুর মতো। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরা তাঁর বাড়িতে গেছি। কিন্তু এটাকে এভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।’

সাদিকা পারভীন পপি
সাদিকা পারভীন পপিছবি : পপির ফেসবুক

আপনাদের সংসারে আয়াত নামের একটি সন্তান রয়েছে বলেও খবর প্রকাশ্যে এসেছে? ‘না, না, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমার মনে হয়, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই কাজ প্রতিপক্ষ ব্যবসায়ীরা করছেন। আমার তিন–চারজনকে সন্দেহ হয়েছে। তাঁদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নামটা বলতে চাই।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *