Home অপরাধ হত্যার ৭ দিনের মাথায় আসামিদের জামিন, বিচারককে জুতা নিক্ষেপ বাদীর
Disember ১১, ২০২৩

হত্যার ৭ দিনের মাথায় আসামিদের জামিন, বিচারককে জুতা নিক্ষেপ বাদীর

পঞ্চগড়ে আদালতে হত্যা মামলার ১৬ জন আসামিকে জামিন দেয়ায় বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ এ ঘটনা ঘটে। বাদী পক্ষের অভিযোগ ১০ লাখ টাকার বিনিময়ে আদালত এ জামিন মঞ্জুর করেন।

জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে গত ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো.ইয়াকুব আলী ও তার ভাই আ: জব্বার, মমিন, মকছেদ সাথে মারামারির ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মোছা.মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

সোমবার (১১ ডিসেম্বর) আদালতে আসামিপক্ষ আত্মসমর্পণ করে আইনজীবির মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এ জামিন আবেদন করলে, বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন। এতে বাদী বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।পরে বাদী মিনারা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

বিবাদী পক্ষের আইনজীবী রাকিবুত তারেক বলেন, এজাহার নামীয় ১৯ জন আসামির মধ্যে ১৬ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আসা জবানবন্দি ও আদালতে সুরতহাল রিপোর্ট না আসায় বিচারক তাদেরকে অন্তবর্তীকালীন জামিন দেয়।এতে বাদী উত্তেজিত হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ করে।

বাদী পক্ষের আইনজীবি হাবিবুর রহমান হাবীব বলেন, জামিন দিতে পারেন। বিচারকের পাওয়ার ও ক্ষমতা আছে তিনি জামিন দিয়েছেন।আমরা বলেছিলাম হত্যা মামলা সাতদিন হল আজ কুলখানি কিন্তু বিচারক সুরতহাল রিপোর্ট চান অতপর জামিন দেন তিনি। এর মধ্যে বাদী এসে কান্নাকাটি শুরু করেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন কোন মন্তব্য করতে রাজি হননি। তবে আদালতে বিশৃঙ্খলা হওয়ার কারণে বাদী মিনারা আক্তারকে হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *