Home নির্বাচন বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইন মনোনয়ন ফিরে পেলেন
Disember ১১, ২০২৩

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইন মনোনয়ন ফিরে পেলেন

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইন মনোনয়ন ফিরে পেলেন
এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাট-৪,  মোরেলগঞ্জ-শরণখোলা আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। সোমবার বেলা ১১টার দিকে তার নমিনেশন বৈধ ঘোষণা করা হয় বলে জামিল হোসাইন জানিয়েছেন। চাহিত কাগজপত্রে কিছু ত্রæটি থাকায় গত ৪ ডিসেম্বর বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাইয়ে তার নমিনেশনপত্র বাতিল হয়েছিল।

নমিনেশন ফিরে পাওয়ার পরে জামিল হোসাইন বলেন, ‘নৌকা চেয়েছিলাম পাইনি। দলীয় সভানেত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সকল নিয়ম মেনে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই করে যাবো’। ####

**ছবি সংযুক্ত আছে।                                                                                                                                                           (এস এম সাইফুল ইসলাম কবির)                                                                                                                                         বাগেরহাট প্রতিনিধি
০১৭১১৩৭৭৪৫০  তারিখ: ১১.১২.২০২৩।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *