Home বানিজ্য পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়াল ভারত
Disember ৯, ২০২৩

পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়াল ভারত

পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নূন্যতম মূল্যের বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে ভারত। ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই বিধিনিষেধ বলবৎ থাকবে। শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

ডিজিএফটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেঁয়াজের রপ্তানি নীতি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ভারতের রপ্তানিকারকদের পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে, তবে তা আমদানিতে আগ্রহী দেশের অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে অনুমতির ভিত্তিতে হবে।
পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়াল ভারত
ভারতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৬০ শতাংশ

এর আগে গত অক্টোবর মাসের শেষের দিকে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছিল ভারত। সে সময় দেশটির কেন্দ্রীয় সরকার প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। এই মূল্যসীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলেও সে সময় এক বিজ্ঞপ্তিতে জানায় দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি)। সেই সময় শেষ হওয়ার আগেই আবারও নতুন করে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *