Home সারাদেশ আজ রামগড় হানাদার মুক্ত দিবস
Disember ৯, ২০২৩

আজ রামগড় হানাদার মুক্ত দিবস

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে মুক্তিকামী বীর জনতা হানাদার বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে রামগড়কে শত্রুমুক্ত করে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে বেলুন উডিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে তার নেতৃত্বে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রামগড় বাজার প্রদক্ষিণ করে বিজয় ভাষ্কার্যে গিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়।এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ওসি (তদন্ত) ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌরসভার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ১ নম্বর সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চল রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর। দীর্ঘ ৯ মাসের সংগ্রামী মুক্তিযুদ্ধের লড়াইয়ের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের পতনের পর ৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল-সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *