বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহন গ্রেপ্তার
গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি কেরাণীগঞ্জ, রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ী বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতা কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
গ্রেপ্তার মোহনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।