Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: কাতারের আমির
Disember ৬, ২০২৩

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: কাতারের আমির

গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বড় ধরনের গণহত্যা। এ আগ্রাসন বন্ধ করা উচিৎ।

দোহায় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কাতার আমির বলেন, ইসরাইলের দখলদার বাহিনী সকল রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে। তাদের এই জঘন্য অপরাধকে অব্যাহত রাখার সুযোগ দেয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপমানজনক।

তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের আপন ন্যায্য দাবির প্রতি অবিচল থাকার জন্য প্রশংসা করা উচিত। একইসাথে একটি পূর্ণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার আহ্বান জানানো উচিত।

এদিকে, গাজায় ইসরাইলি সৈন্য নিহতের সংখ্যা আরো বেড়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, সোমবার হামাসের হামলায় আরো তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর আগে আরো দু’জন নিহত হয়েছিল। এতে সোমবার মোট নিহতের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মোট পাঁচজন ইসরাইলি সেনা নিহত হয়। এতে গাজা যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৪০০ জনে গিয়ে দাঁড়িয়েছে।

অপরদিকে, হামাস আক্রমণের আগে ইসরাইলি ঘাঁটির পূর্ণাঙ্গ নকশা পেয়েছিল বলে ধারণা করছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। তারা বিশ্বাস করে, সফল গুপ্তচরবৃত্তির মাধ্যমে হামাসের তা হস্তগত হয়েছিল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি গোয়েন্দার সূত্রে জানিয়েছে, হামাসের বিস্তর হামলা পরিকল্পনা এবং আইডিএফের হস্তগত হওয়া ইসরাইলি সামরিক ঘাঁটির একটি বিশদ মানচিত্র দেখে তারা প্রায় নিশ্চিত যে হামাস গুপ্তচরের সাহায্যে ওই মানচিত্র তৈরি করেছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্য ইউকে নিউজ সাইট জানিয়েছে, আইডিএফ বিদেশী সাংবাদিকদের কাছে হামাসের বিস্তর হামলা পরিকল্পনা প্রকাশ করেছে। এ সময় তারা হামাসের একটি ঘাঁটির মানচিত্র প্রকাশ করে, যা আইডিএফের কাছে থাকা মানচিত্রের চেয়ে অধিক নিখুঁত। এ ধরণের মানচিত্র গুপ্তচরবৃত্তি ছাড়া সম্ভব নয়।

সূত্র : আল জাজিরা

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *