Home বানিজ্য সোনার দাম সর্বকালের রেকর্ড ভঙ্গ
Disember ৫, ২০২৩

সোনার দাম সর্বকালের রেকর্ড ভঙ্গ

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গতকাল আউন্সপ্রতি সোনার দাম উঠেছিল ২ হাজার ১০০ মার্কিন ডলারের ওপর। আগামী বছরের শুরুর দিকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে, এমন খবর বাজারে ছড়িয়ে পড়ার পরপরই সোনার দাম বেড়ে যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিজনেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার আমেরিকার স্টক মার্কেটে সোনার দাম ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাম দাঁড়ায় ২ হাজার ৮৫ ডলার ৭৬ সেন্ট। অথচ গতকাল লেনদের শুরুর দিকে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ১১ ডলার ৩৯ সেন্ট।

আমেরাকার ফিউচার মার্কেটে গতকাল সোনার দাম ১ শতাংশ বেড়ে ২ হাজার ১০৭ ডলার ৬০ সেন্টে উঠেছিল।

ফের লাখ টাকা ছাড়াল সোনার দামফের লাখ টাকা ছাড়াল সোনার দাম

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার বলেছেন, ‘ফেডারেল রিজার্ভের প্রধান পাওয়েল গতকাল তাঁর বক্তৃতায় সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আগামী বছর আর সুদহার বাড়ার সম্ভাবনা নেই। বরং কমতে পারে।’ অন্যদিকে, সিএমইর ফেডওয়াচ টুল বলেছে, আগামী বছরের মার্চে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ৭০ শতাংশ।

গতকাল রুপার দামও ১ শতাংশ বেড়েছে। ধাতুটির দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ২৫ ডলার ৪৫ সেন্ট। তবে দাম কমেছে প্যালাডিয়ামের। গতকাল দশমিক ৪ শতাংশ কমে ধাতুটির দাম হয়েছে আউন্সপ্রতি ৯২৯ ডলার ৯৩ সেন্ট। প্লাটিনামেরও দাম ১ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৯৯৯ ডলার ৩৫ সেন্ট।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *