Home বিনোদন শাকিব খানের শিক্ষা-দীক্ষা নিয়ে যা বললেন জায়েদ খান
Disember ৫, ২০২৩

শাকিব খানের শিক্ষা-দীক্ষা নিয়ে যা বললেন জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মন্তব্য করেছেন। একই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানের শিক্ষাদীক্ষা নিয়েও কথা বলেন তিনি।

বুবলী প্রসঙ্গে জায়েদ বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন- বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

শাকিব খান প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দুটি গুণের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে জায়েদ বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *