Home জেলা রাজনীতি মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Disember ৪, ২০২৩

মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান।

বর্ধিত সভায় পৌর এলাকায় নির্বাচন পরিচালনার জন্য এসএম মনিরুল হক তালুকদারকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ##

(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট প্রতিনিধি
০১৭১১৩৭৭৪৫০ তারিখ-৪০.১২.২০২৩।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *