কয়রায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্ন এন্ড লিভ এর নৌকা ও খাদ্য বিতরন।
মোঃ বায়জিদ হোসেন
কয়রা খুলনা প্রতিনিধি
বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৩ উপলক্ষে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাঠমারচর গ্রামে হতদরিদ্র মোঃ আজিজার রহমান এর পরিবারের মাঝে মাছ ধরার নৌকা ও মহারাজপুর ইউনিয়নে বামিয়া গ্রামের অসহায় হতদরিদ্র আফিরন নেছার পরিবারের মাঝে ফুট প্যাক ও ত্রাণ বিতরণ করেছে প্রতিবন্ধী মানুষের প্রত্যায়ের প্রতীক আর্ন এন্ড লিভ (স্বাবলম্বী প্রজেক্ট) খুলনা জেলা শাখা।
সোমবার ৪ ডিসেম্বর সকাল ৯ ঘটিকার সময় কয়রা উপজেলা পরিষদ চত্বরে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। অসহায় হতদরিদ্র দুটি পরিবারের মাঝে মাছ ধরার নৌকা ও ফুটপ্যাক খাদ্য বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল ইসলাম সহ কয়রা আর্ন এন্ড লিভ (স্বাবলম্বী প্রোজেক্ট) এর সেচ্ছাসেবক বৃন্দ।
এ সময় কয়রা স্বাবলম্বী প্রোজেক্টের সমন্বায়ক আব্দুল্লাহ আল জোবায়ের বলেন আমরা প্রতিবন্ধী অসহায় হতদরিদ্র মানুষের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৩ এই দিবস উপলক্ষে আজকে আমরা অসহায় হতদরিদ্র ২টি পরিবারকে মাছ ধরার নৌকা ও ফুট প্যাক বিতরণ করছি। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। যেখানে হতদরিদ্র অসহায় প্রতিবন্ধী পরিবার পাবো সেখানেই সেই পরিবারকে স্বাবলম্বী করতে যা কিছু প্রয়োজন হবে সব কিছু ব্যবস্থা করবো।