রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
খাগড়াছড়ির রামগড় জোন আওতাধীন আধারমানিক বিওপি অধীনস্ত চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত শ্বশানঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে দেশে নিযে আসা বেশ কিছু ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবির রামগড় জোনের সদস্যরা।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত শ্বশানঘাট নামক এলাকা হতে এসব মদ জব্দ করা হয়।
জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আধারমানিক বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ শরীফ মাহাবুব এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত শ্বশানঘাট নামক স্থান হতে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, নিয়মানুযায়ী জব্দকৃত মদ স্থানীয় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করে পরবর্তীতে ধর্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।