Home সারাদেশ খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১২ ব্যবসা প্রতিষ্ঠান
Disember ৩, ২০২৩

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১২ ব্যবসা প্রতিষ্ঠান

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে একদম পুড়ে ছাঁই হয়ে গেছে দোকানগুলো।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ ও  ফার্নিচারের দোকান রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি  ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার বেশি বলে ধারণা করছেন স্থানীয়রা।

আগুনের সূত্রপাত নিয়ে এখনো স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিসের সাব–স্টেশন অফিসার সাইদুর রহমান খান জানান, রাত ৪টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *