খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১২ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে একদম পুড়ে ছাঁই হয়ে গেছে দোকানগুলো।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ ও ফার্নিচারের দোকান রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার বেশি বলে ধারণা করছেন স্থানীয়রা।
আগুনের সূত্রপাত নিয়ে এখনো স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের সাব–স্টেশন অফিসার সাইদুর রহমান খান জানান, রাত ৪টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।